প্রকাশিত: Wed, Jul 17, 2024 12:43 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:06 PM

[১]কোটাবিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ: সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে নিহত ৬ আহত ৫ শতাধিক [২]রাজধানীর পথে পথে অবরোধ, যানজট, রেল চলাচল বিঘ্নিত, বিজিবি মোতায়েন

মাসুদ আলম, সুজন কৈরি ও মুযনিবীন নাঈম: [৩] কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে ঢাকায় ২, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিক্ষার্থী। 

[৪] মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে নিয়ে বিক্ষোভ শুরু করে কোটা আন্দোলনকারীরা। এতে নগরীর অধিকাংশ এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। 

[৫] বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। পুলিশ  আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় শিক্ষার্থীরা নানা স্লোগন দিতে থাকে। [৬] এক পর্যায়ে আন্দোলনকারীদের বাধা দিলে  পুলিশ  ও সরকার দলের অনুসারিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ,  ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা বিভিন্ন যানবাহনে আগুন ও ভাংচুর চালায়।  

[৭]  সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ছোট ছোট দলে যুক্ত হয়ে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর সাইন্সল্যাব মোড়, শান্তিনগর-বেইলি রোড, ফার্মগেট, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, ভাটারা নতুন বাজার, মধ্যবাড্ডা, নদ্দা, কুড়িল বিশ্বরোড, মহাখালী-বনানী, রায়সাহেব বাজার, মতিঝিল শাপলা চত্বর,উত্তরা, শহীদমিনারসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারসহ কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধের কারণে সড়কগুলোতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

[৮] মহাখালীতে একদল কোটা আন্দোলনকারী রেলপথ অবরোধ করলে সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ব্যাহত হয়।

[৯] বিকেলে ঢাকা কলেজের সামনে আন্দোলনকারীদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের মধ্যে এক যুবক গুরুতর আহত হয়। তার মাথায় আঘাত লাগে। ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন। 

[১০] একই সময় সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে শাহজাহান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নিউমাকের্ট এলাকার হকার।  সায়েন্সল্যাব এলাকায় ২-৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া মহাখালীতে দুটি বাইকে আগুন ও রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন ও ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  

[১১] আমাদের চট্টগ্রাম প্রতিনিধি এম আর আমিন জানান : বন্দরনগরীর মুরাদপুর, ২ নম্বর গেট এবং ষোলশহরসহ আশেপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে তিনজন নিহত হন। 

[১২] নিহতরা হলেন, ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও ফারুক। এর মধ্যে ওয়াসিম চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী। তিনি কক্সবাজারের পেকুয়া এলাকার বাসিন্দা। ফয়সাল আহমেদ শান্ত নগরের এমইএস কলেজের ছাত্র। পথচারী ফারুক একটি আসবাবের দোকানের কর্মচারী। ওয়াসিমসহ দুইজন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। এ ছাড়া অন্তত ৩০  জন আহত হয়েছেন। 

[১৩] রংপুর প্রতিনিধি মোস্তাফিজার বাবলু জানান : আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আবু সাঈদ (২২) রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন। নিহত হওয়ার খবরে আন্দোলনকারীরা  ভিসির বাসভবন ভাংচুর ও সেখানে কয়েকটি গাড়িতে আগুন দেয়।

[১৪] ] সিরাজগঞ্জ প্রতিনিধি জানান : সিরাজগঞ্জ শহরে পুলিশের সঙ্গে আন্দোলকারীদের সঙ্গে পুলিশসহ ১৫ জন আহত হন। 

[১৫] রাজশাহী প্রতিনিধি জানান : বিকেল সাড়ে ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঢুকে ভাঙচুর করেন তারা। হলে থাকা অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

[১৬] কুমিল্লা প্রতিনিধি শাহজাদা এমরান জানান :  বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় পুলিশের অবস্থান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা।

[১৭] বগুড়া প্রতিনিধি জানান : বগুড়া জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।  এ ছাড়াও শহরের সাতমাথায় অবস্থিত জেলা ডাকঘর ও মুজিব মঞ্চে ভাঙচুর চালানো হয়।

[১৮] সাভার প্রতিনিধি জানান : জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক  সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এর আগে সোমবার গভীর রাতে পুলিশ-ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। পুলিশ ও ছাত্রলীগের হামলায় বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক এবং চার জন সাংবাদিকসহ দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়। প্রায় ৩ ঘন্টা ধরে চলে এ হামলা। সম্পাদনা: ইকবাল খান